Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমজাদহাট ইউনিয়নের ইতিহাস

ফেনী জেলার ফুলগাজী উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো আমজাদহাট, যা বর্তমানে আমজাদহাট ইউনিয়ন নামে পরিচিত । আয়তন ও জনসংখ্যার দিক থেকে এই ইউনিয়নটি ফুলগাজী উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন পরিষদ। কাল পরিক্রমায় আজ আমজাদহাট ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল হয়ে রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই ইউনিয়নের আপাময় জনতা বিরাট ভূমিকা পালন করেন।  ফুলগাজী  উপজেলাধীন ৫নং আমজাদহাট  ইউনিয়নে অনেক বিখ্যাত ব্যক্তিরা জন্ম করেছেন। যাদের নামকরনে আজ ফেনীর জেলার ফুলগাজী উপজেলার মধ্যে আমজাদ হাট ইউনিয়নকে বাংলাদেশের সবাই চিনে। যাদের নামকরনে আজ আমাদের ইউনিয়নের পরিচিতি তাদের মধ্যে দুই জনের নাম না বললে নয় তারা হল (১) তৎকালীন বাংলাদেশ ব্যাংকের অর্থসচিব ও বুদ্ধিজীবি, এবং তত্তাবদায়ক সরকারের উপদেষ্টা, জনাব কফিল উদ্দিন মাহমুদ, (২) তৎকালীন দৈনিক (অবজারভার)  ইংরেজী পত্রিকার সম্পাদক জনাব সালাম সাহেব, তারা ২জন আমজাদহাট ইউনিয়নের  ধর্মপুর গ্রামে তাদের জন্ম)।