Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

MONTHLY MEETING RESOULATION

 

৫নং আমজাদহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়

ফুলগাজী, ফেনী।

নভেম্বর-২০১৯ইং

সাধারন সভার কার্যবিবরণী

সভাপতি                          :  মির হোসেন মিরু, চেয়ারম্যান- আমজাদহাট ইউনিয়ন পরিষদ, ফুলগাজী, ফেনী।

বিবেচ্য মাস                      : নভেম্বর ২০১৯ইং।

সভার স্থান                        :  ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষ।

সভার তারিখ ও সময়           :  ১১/১১/২০১৯ইং ও সকাল-১১.০০ঘটিকায়।

উপস্থিতির স্বাক্ষর-পরিশিষ্ট “ক” তে দেখানো হয়েছে।

 

            সভাপতি সাহেব অদ্যকার সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। অতপর সভায় ধারাবাহিকভাবে নিম্নোক্ত বিষয়াদির উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়-

ক্রঃ নং

আলোচনার বিষয়

আলোচনা ও সিদ্ধান্ত

বাস্তবায়ন

০১

বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন

অদ্য সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ করা হয়।

পাঠ পর কোন আপত্তি না থাকায় তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

 

০২

হোল্ডিং টেক্স আদায় বৃদ্ধির কৌশল সম্পর্কে আলোচনা

সভায় সভাপতি সাহেব জানান যে, অত্র ইউনিয়ন পরিষদের হোল্ডিং টেক্স আদায় বিগত বছরগুলোর তুলনায় মোটামুটি বৃদ্ধি পেয়েছে। কিন্তু বর্তমানে যে হারে টেক্স আদায় হচ্ছে তা মোটামুটি সন্তোষজনক। সভাপতি জানান যে, বিগত ২০১৮-২০১৯ইং অর্থ বছর মোট ৩২১,৩০০/- টাকা আদায় হয় । বর্তমান অর্থ বছরে বিগত চার মাসে প্রায় ১৮০,০০০/- টাকার পরিমান টেক্স আদায় করা হয়। বকেয়া টেক্স এখনো অনেক বাকি বলে তিনি জানান। এ বকেয় টেক্স আদায়ের ব্যাপারে সকলকে সহযোগিতা করার জন্য সভাপতি সাহেব অনুরোধ জানান। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য তিনি ইউনিয়ন পরিষদ সচিবকে নির্দেশনা প্রদান করেন।

ক) নতুন আদায়কারীর নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।

খ) অন্তর্বর্তীকালীন হোল্ডিং টেক্স এসেসমেন্ট নির্ধারন করা। যাতে কোন ঘর হোল্ডিং এসেসমেন্ট এর আওতার বাহিরে না থাকে।

চেয়ারম্যান,

সচিব ও

আদায়কারী।

০৩

ইউনিয়ন পরিষদের অক্টোবর-১৯ইং মাসের আয়-ব্যায় হিসাব

সভায় ইউপি সচিব জনাব মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার অক্টোবর ১৯ ইং মাসের মাসিক হিসাব উপস্থাপন করেন।

আয়-ব্যয়

 

আয়ের খাত

পরিমান (টাকা)

ব্যয়ের খাত

পরিমান (টাকা)

আগত তহবিল

৪২,১৬৭/-

 

 

মোট আয়-

৫৭,৮০০/-

মোট ব্যয়

৬৩,৫৫০/-

সর্বমোট-

৯৯,৯৬৭/-

 অবশিষ্ট-

৩৬,৪১৭/-

 

সভায় অক্টোবর ২০১৯ ইং মাসের হিসাব অনুমোদন দেয় হয়।

 

           

 

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

         (মির হোসেন মিরু)

              চেয়ারম্যান

          ০৫নং আমজাদহাট ইউনিয়ন পরিষদ

           ফুলগাজী, ফেনী।

 

 

অনুলিপিঃ সদয় অবগতি ও প্রয়োনীয় ব্যবস্থা গ্রহনের জন্য-

 ১। জেলা প্রশাসক, ফেনী।

২। উপ-পরিচালক, স্থানীয় সরকার, ফেনী।

৩। উপজেলা নির্বাহী অফিসার, ফুলগাজী, ফেনী।

৪। জনাব……………………, ফুলগাজী, ফেনী।

৫। অফিস কপি।

 

 

পরিশিষ্ট “ক”        সভায় উপস্থিত ব্যক্তিবর্গের উপস্থিতির স্বাক্ষর ও তারিখঃ-

ক্রমিক

নাম

পদবী

স্বাক্ষর ও তারিখ

০১

জনাব মির হোসেন মিরু

চেয়ারম্যান

স্বাক্ষরিত, তারিখ-১৪/১১/২০১৯

০২

জনাব জিয়াউর রহমান

সদস্য

০৩

মোশারফ হোসেন

সদস্য

০৪

জনাব মো: সেলিম

সদস্য

০৫

জনাব আমিনুল করিম

সদস্য

০৬

জনাব হারাধন আইচ

সদস্য

০৭

জনাব এ.কে.এম. বেলাল হোসেন

সদস্য

০৮

জনাব রহিম উল্যাহ

সদস্য

০৯

জনাব মফিজুর রহমান

সদস্য

১০

জনাব সামছুল আলম ভূঁঞা

সদস্য

১১

জনাবা জাহানারা বেগম

সংরক্ষিত মহিলা সদস্য

১২

জনাবা মনোয়ারা বেগম

সংরক্ষিত মহিলা সদস্য

১৩

জনাবা নাছিমা বেগম

সংরক্ষিত মহিলা সদস্য